শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০১৪

'গুম-খুন' যাই ঘটুক না কেন একদিন বিচার হবে: আকবর আলি

নিজস্ব প্রতিবেদক: তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. আকবর লি বলেন, দেশে গুম-খুন যাই ঘটুক একদিন এর বিচার হবে।
অতীতে কোনো অপরাধী পার
পেয়ে যায়নি।” শুক্রবার সকালে রাজধানীর
মহাখালীতে ব্রাক ইন সেন্টারে ইয়ুথ মুভমেন্ট অফ ডেমেক্রেসি আয়োজিত ‘গুম-খুন ও অপহরণ বন্ধ ও মানবাধিকার রক্ষা’র দাবিতে এক গণস্বাক্ষর অনুষ্ঠানের
উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
পরে তিনি এ গণস্বাক্ষর কর্মসূচির
উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন
সংগঠনের আহ্বায়ক সামা ওবায়েদ।
আরো বক্তব্য দেন গণস্বাস্থের
প্রতিষ্ঠাতা ড. জাফর-উল্লাহ
চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক
মাহমুদুর রহমান মান্না, সাংবাদিক
মাহফুজ-উল্লাহ প্রমূখ।
রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিক
আন্দোলনে এগিয়ে আসার আহ্বান
জানিয়ে আকবর আলী বলেন, “এ
সমস্যা সমাধানে সবাইকে এগিয়ে আসেতে হবে।”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন