রবিবার, ১২ অক্টোবর, ২০১৪

কুমিল্লার চৌদ্দগ্রামে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৭

নিউজ ডেস্ক: কুমিল্লার চৌদ্দগ্রাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ যাত্রী। রোববার সকাল পৌনে ৭টার দিকে চৌদ্দগ্রামের মিয়া বাজার
হাইওয়ে হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। মিয়া বাজার হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. সাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকাগামী একটি মালবাহী ট্রাক মিয়া বাজার হাইওয়ে হোটেলের সামনে দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা সিকদার পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক ও তার সহকারী এবং বাসের চার যাত্রী মারা যান। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর আরও
এক যাত্রীর মৃত্যু হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন