শনিবার, ১১ অক্টোবর, ২০১৪

ভোলায় ১৩ জেলের কারাদন্ড

ভোলা প্রতিনিধি: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ভোলার মেঘনায় অভিযান চালিয়ে ১৩ জেলেকে আটক করে জেল-
জরিমানা করা হয়েছে। শুক্রবার রাত ১২ টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন- জেলা প্রশাসক, পুলিশ, কোস্টগার্ড, মৎস্য কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটর সমন্বয়ে গঠিত টিম তাদের আটক করে। এসময় তিনটি ট্রলার, ১৭০ কেজি ইলিশ ও ৩০ হাজার মিটার
জাল জব্দ করা হয়। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভোলা সদরের মেঘনা থেকে আট জেলেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে আদালত তাদের কাছ থেকে ১০ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করেন।
বোরহানউদ্দিন উপজেলায় মেঘনা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে তিন জেলেকে আটক
করা হয়। শনিবার দুপুরে ভ্রাম্যমাণ
আদালত এদের মধ্যে দুইজনকে এক বছর
করে ও একজনকে সাত দিনের
কারাদন্ডাদেশ প্রদান করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন