সোমবার, ২০ অক্টোবর, ২০১৪

সরকারের উদাসীনতাই দায়ী: খালেদা

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, নাটোরের
বড়াইগ্রামে যাত্রীবাহী দু’টির বাসের মুখোমুখি সংঘর্ষে ৩৭ জনের প্রাণহানীর ঘটনায় আমি গভীর শোক প্রকাশ করছি।
সোমবার রাতে এক বিবৃতিতে তিনি বলেন, ‘এই প্রাণহানিতে দেশবাসীর ন্যায়
আমিও গভীরভাবে শোকাভিভূত।
আমি মহান রাব্বুল আলামিনের
দরবারে প্রার্থনা করছি তিনি যেন
নিহতদের পরিবার পরিজনকে এই
বিশাল শোক ও কষ্ট সইবার ক্ষমতা দান
করেন।’
তিনি আরো বলেন, ‘কেন বারবার
সড়ক দুর্ঘটনায় অসংখ্য মানুষের
জীবনহানি ঘটছে তার সুনির্দিষ্ট
কারণ হলো রাস্তাঘাটের বেহাল
দশা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির
চরম অবনতি। বারংবার সড়ক
দুর্ঘটনার পুনরাবৃত্তিতে ব্যাপক
প্রাণহানিতেও সরকারের টনক
নড়ছে না বরং উদাসীনতার জন্য
বর্তমানে দেশে মানুষের
স্বাভাবিক জীবন-যাপনের
নিশ্চয়তাটুকুও চরম হুমকির
মধ্যে নিপতিত।’
নিহতদের বিদেহী আত্মার
মাগফিরাত কামনা করেন
এবং শোকাহত পরিবারবর্গ ও আত্মীয়-
স্বজনদের প্রতি গভীর সহমর্মিতা ও
সমবেদনা জানান খালেদা জিয়া।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন