বুধবার, ১৫ অক্টোবর, ২০১৪

মাদারীপুর শহররক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে

জেএম,মাসুদ মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর শহররক্ষা বাঁধে মঙ্গলবার
বিকেলে ধস দেখা দিয়েছে।  হুমকির
মুখে পড়েছে লঞ্চঘাট, ২ নম্বর পুলিশ ফাঁড়ি,
সমাজসেবা অধিদপ্তরের অফিসসহ
লঞ্চঘাটের আবাসিক এলাকা। এ খবর পেয়ে লঞ্চঘাট এলাকা পরিদর্শন করেছেন
মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। বুধবার সকাল থেকে বালুর বস্তা ফেলে প্রতিরোধের চেষ্টা চলছে। এলাকাবাসী ও পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, তিন
দিকে আড়িয়াল খাঁ নদবেষ্টিত মাদারীপুর শহররক্ষা বাঁধ প্রায় তিন কিলোমিটার দীর্ঘ।
মঙ্গলবার বিকেলে মাদারীপুর লঞ্চঘাট
সংলগ্ন এলাকার বাঁধে ধস শুরু হয়।
এতে ৬০ মিটারের মতো ব্লক নদীতে বিলীন হয়ে যায়। খবর পেয়ে মাদারীপুর পানি উন্নয়ন বোর্ড বালুর বস্তা ফেলে প্রতিরোধের চেষ্টা করছে। অপরদিকে বাঁধ ধসের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক
ছড়িয়ে পড়ে। শহররক্ষা বাঁধের তিন কিলোমিটার অংশ ক্ষতিগ্রস্ত হলে শহরের বিশাল এলাকা চরম ভাঙনের মুখে পড়বে।
যা প্রতিরোধ করা সম্ভব হবে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন