শুক্রবার, ১৭ অক্টোবর, ২০১৪

বাউফলে জেলেদের সংঘর্ষে আহত ৩, নিখোজ-১

পটুয়খালী জেলার বাউফল উপজেলার
কবাই-কাটাখালী নাদীতে ইলিশ মাছ ধরাকে কেন্দ্র করে জেলেদের মধ্যে  সংঘর্ষে হয় এতে ৩ জন গুরুতর আহত হয়েছে।  দুজনকে পিটিয়ে নদীতে ফেলে দিলে তাদের একজনের কোন খোঁজ
পাওয়া যায়নি। একজনকে বরিশাল
শেরে বাংলা মেডিকেল কলেজ
হাসপাতালে চিকিৎসা দেওয়ার পরে আশংকাজনকঅবস্থায় ঢাকায় পঠানো হয়।
বৃহষ্পতিবার সকালে এঘটনা ঘটেছে। খবর
জানার পর বাউফল থানা পুলিশ
ঘটনাস্থলে পরিদর্শন করে। বাউফল
থানার এস আই হুমায়ুন কবীর ও
স্থানীয় সূত্র জানায়, বৃহষ্পতিবার
সকালে বাউফলের কাছিপাড়া ইউনিয়নের জালাল হাওলাদারের ছেলে লিটন(৫০),
নান্নু (৩৭), বশির (৩৪) ও লিটন হালাদারের ছেলে মিজান(৩০) হাওলাদার স্থানীয় কবাই- কাটাখালী নদীতে ইলিশ জাল
ফেলে মাছ ধরতে গেলে পার্শ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলার কবাই গ্রামের
জেলে ফজুল হাওলাদারের
ছেলে সবুজ (৪০), আকব্বর সিকদারের
ছেলে সমীর (৩০) ও নূরুল হক বয়াতির
ছেলে রিপন(২৮)দের সাথে তাদের জাল ফেলার স্থান নিয়ে বাকবিতন্ডা শুরু হলে এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ
শুরু হয়। সংঘর্ষের সময় সমীর ও
রিপনকে বৈঠা দিয়ে পিটিয়ে নদীতে ফেলে দেয়া হয় এবং সবুজের মাথায় গুরুতর জখম করা হয়। মূমূর্ষ অবস্থায় সবুজ মিয়াকে  বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ
হাসপাতালে চিকিৎসা শেষে ঢাকায়
প্রেরন করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন