বরিশাল প্রতিনিধি: বরিশালের মুলাদীতে দুই লঞ্চের মধ্য
সংঘর্ষে সারেং আনসার হাওলাদার ও এক
যাত্রী আহত হয়েছেন।
বরিশাল-ঢাকা রুটের
আঁচল-২ লঞ্চের ধাক্কায় মেহেদী পরিবহন
নামে একতলা লঞ্চটি ৰতিগ্রস্ত হয়েছে বলে
জানান ৰতিগ্রস্ত লঞ্চের সারেং।
মেহেদী পরিবহন নামে একতলা লঞ্চটি
বুধবার সকাল সাড়ে ৬টায় মুলাদীর
ট্রলারঘাট থেকে ছেড়ে টরকী যাচ্ছিল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন