মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫

বিপিএলের ট্রফির অপেক্ষায় বরিশাল বুলস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স

সোনালী ডেস্ক: বিপিএল ট্রফির অপেক্ষায় বরিশাল বুলস ও কুমিল্লাকুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবার বিপিএলের তৃতীয় আসরের ফাইনালে মুখোমুখি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বরিশাল বুলস। মঙ্গলবার(১৫ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। এবারের বিপিএল শুরুর আগে কাগজে-কলমে পিছিয়ে থাকা দুটি দল ছিল খুব সম্ভবত কুমিল্লা ও বরিশালই। সেই দুটি দলই এবার ফাইনালের মঞ্চে। অথচ বাংলাদেশের অঞ্চলভিত্তিক ক্রিকেটের আলোচনায় যে নামগুলো আগে আসে সেই ঢাকা কিংবা চট্টগ্রামই নেই টুর্নামেন্টের শেষ দৃশ্যে! বিপিলের গত দুই আসরেই চ্যাম্পিয়ন ছিল ঢাকা। এবার ঢাকা থেকে খেলা দলটি ছিটকে গেছে এলিমেনেটর থেকেই। চট্টগ্রামের দল তো প্রথম পর্বই পেরোতে পারেনি। টুর্নামেন্টের শুরুতে কুমিল্লা আর বরিশাল কাগজে-কলমে পিছিয়ে থাকলেও দুর্দান্ত খেলেই ফাইনালে উঠেছে। কুমিল্লার শুরুটা অবশ্য ভালো ছিল না। প্রথম ম্যাচেই হেরে গিয়েছিল ঢাকা ডায়নামাইটসের কাছে। তারপরই দারুণভাবে ঘুরে দাঁড়ায় দলটি। পরের নয় ম্যাচের সাতটিতেই জিতে গ্রুপ পর্বের সেরা দল হিসেবে শেষ চারে উঠে আসে কুমিল্লা। এরপর শেষ চারের বাধা টপকে শিরোপার মঞ্চে। আর কুমিল্লার এই সাফল্যগাঁথার চাবিকাঠি ছিল মাশরাফি বিন মুর্তজার নেতৃত্ব। পুরো টুর্নামেন্টে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে ফাইনালে তোলার কৃতিত্বটা মাশরাফিরই। অন্যদিকে বরিশালও প্রথম পর্ব আর শেষ চারের বৈতরণী পার করে ফাইনালে এসেছে অধিনায়কের ভেলায় চেপেই। পুরো টুর্নামেন্টেই দলকে দারুণভাবে নেতৃত্ব দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। টুর্নামেন্ট শুরুর আগে কাগজে-কলমে সবচেয়ে পিছিয়ে থাকা দলটি ফাইনালে উঠেছে মাহমুদউল্লাহর বিচক্ষণ নেতৃত্বগুণেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন