মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭



সোনালী ডেস্ক: রাজশাহীতে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৮ জন। হতাহতদের নাম-পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি। মঙ্গলবার(১৫ ডিসেম্বর) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার (পূর্ব) আবু জাফর সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনার পর রাজশাহী-ঢাকা রুটে যান চলাচল বন্ধ রয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ন্যাশনাল ট্রাভেলসের একটি বাস রাজশাহীতে ফিরছিলো। আর রাজশাহী থেকে তাহেরপুরের দিকে যাচ্ছিল ‘অর্প’ নামের একটি যাত্রীবাহী বাস। পথে মতিহার থানার চৌদ্দপায় ফল গবেষণা এলাকায় পৌঁছলে ওই দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালের নেয়ার পর চারজনের মৃত্যু হয়। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও চিকিৎসকরা জানিয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন