সোনালী ডেস্ক: পৌর নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন
হবে বলে আশা প্রকাশ করে ভোটারদের
নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান
জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।
কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন,
‘নির্বাচনের দায়িত্ব পালনে শৈথিল্য বা পক্ষপাতিত্ব
বরদাশত করব না। দায়িত্বে থেকে কেউ অনিয়ম
করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’মঙ্গল রাত সোয়া নয়টার দিকে নির্বাচন কমিশন
সচিবালয়ের মিডিয়া সেন্টারে আনুষ্ঠানিক বিফ্রিংয়ে
সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ এসব কথা বলেন।
তিনি বলেন, ‘কে বিএনপি, কে আওয়ামী লীগ তা
আমরা দেখছি না, দেখবও না। অভিযোগ পেলেই
ক্রস চেক করে অ্যাকশন নিচ্ছি।’ ইতিমধ্যে বেশ
কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সিইসি বলেন, উৎসবমুখর পরিবেশে নির্বাচনী
প্রচারণা শেষ হয়েছে। সব প্রস্তুতি সম্পন্ন
হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন