মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫

আগামী কাল ২৩৪টি পৌরসভায় ভোট


সোনালী ডেস্ক:আগামী কাল শুরু হবে ২৩৪টি পৌরসভায় ভোটগ্রহণ। বুধবার(২৯ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। প্রায় ৭২ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মেয়র পদে ৯৪৫ জনসহ মোট ১২ হাজার প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে প্রায় ৩ হাজার ৫৮২টি কেন্দ্রে ৬১ হাজার ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োজিত থাকবেন। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, এবার আওয়ামী লীগের ২২৮ জন এবং বিএনপির ২২৫ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় আছেন। এর মধ্যে ২২২টি পৌরসভায় নৌকা ও ধানের শীষ প্রতীকের প্রার্থীরা আছেন মুখোমুখি লড়াইয়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি করতে একটি আলাদা কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনী উপকরণ নিয়ে আজকে কেন্দ্রে যাবেন ভোট কর্মকর্তারা। রাতে কেন্দ্রেই অবস্থান করবেন। এরই মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। যে কোন সহিংসতা ঠেকাতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে। এ উপলক্ষে তিন সিটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। নির্বাচনকে প্রভাবমুক্ত ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে বৈধ অস্ত্রবহন ও প্রদর্শনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন