পটুয়াখালী প্রতিবেদক: কালবৈশাখী ঝড়ে পটুয়াখালীর
গলাচিপা উপজেলার
কলাগাছিয়া নদীতে লঞ্চ ডুবির
ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৩ এ
দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও ৮
যাত্রী নিখোঁজ রয়েছেন।
রোববার ভোরে উদ্ধার কাজ শুরু
হলে সকাল ৭টা পর্যন্ত
নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের
কর্মীরা আরও চারজনের লাশ উদ্ধার
করেছে। এর আগে রাত
সাড়ে ১১টা পর্যন্ত স্থানীয় প্রশাসন
ও এলাকাবাসী ৮ যাত্রীর লাশ
উদ্ধার করে।
পটুয়াখালীর জেলা প্রশাসক বলেন,
ভোরে নৌবাহিনী ও ফায়ার
সার্ভিসের
কর্মীরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে
চার জনের লাশ উদ্ধার করেছে। এ
নিয়ে লাশের সংখ্যা দাঁড়াল ১৩।
এর আগে রোববার ভোর সাড়ে ৫টার
দিকে নৌবাহিনী ও ফায়ার
সার্ভিস উদ্ধার কাজ শুরু করে।
এদিকে নিহতদের মধ্যে কলাপাড়ার
মাছুয়া খালী গ্রামের শিশু রিয়াদ
(৫), মনোয়ারা (৫০), লুৎফা (৫০),
রুনিয়া (২০) এবং নারায়ণ
হাওলাদারের (৬০) পরিচয়
পাওয়া গেছে।
কলাগাছিয়া পুলিশ ফাঁড়ির এস আই
হালিম খন্দকার নিহতদের পরিচয়
নিশ্চিত করেছেন।
শনিবার দুপুর ১২টার
দিকে এমভি শাথিল
লঞ্চটি গলাচিপা থেকে পটুয়াখা
উদ্দেশে ছেড়ে আসে।
পথে ইছাদি মিয়া বাড়ির মোড়
অতিক্রম করার সময় কালবৈশাখীর
কবলে পড়ে লঞ্চটি ডুবে যায়।
রবিবার, ৪ মে, ২০১৪
গলাচিপায় লঞ্চডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ১৩
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
 
 
 
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন