নিজস্ব প্রতিবেদক: অবৈধভাবে কালো স্টিকার ব্যবহারের অভিযোগে মটর
অধ্যাদেশ আইনে ২৬টি যানবাহনের
চালককে জরিমানা করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে মোট ৩৩
হাজার ৫’শ টাকা জরিমানা বাবদ
আদায় করা হয়।
পাশাপাশি সবক’টি যানবাহন
থেকে কালো স্টিকার
তুলে ফেলা হয়।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ সদর
উপজেলার নির্বাহী কর্মকর্তা ও
নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউছুল
আজমের নেতৃত্বে অভিযানটি শুরু হয়।
অভিযানে বিআরটিএ
কর্মকর্তাবৃন্দ,ফতুল্লা মডেল
থানা পুলিশ ও ট্রাফিক বিভাগের
সদস্যরা উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন