বৃহস্পতিবার, ৫ জুন, ২০১৪

প্রত্যেকে নাগরিককে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর


নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জলবায়ু পরিবর্তনে কোন ভূমিকা না থাকলেও
এর মারাত্মক নেতিবাচক প্রভাবের শিকার
হচ্ছে বাংলাদেশ বলে মন্তব্য
করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর নেতিবাচক প্রভাব মোকাবেলায়
উন্নত দেশগুলোকে তাদের
প্রতিশ্রুতি পূরণ
এবং বিশ্ববাসীকে আরও সোচ্চার
হওয়ার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু
আন্তর্জাতিক সম্মেলন
কেন্দ্রে জাতীয় বৃক্ষরোপণ অভিযান
ও বৃক্ষমেলা ২০১৪ এর
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব
কথা বলেন।
তিনি বলেন, 'বেঁচে থাকার
পরিবেশ, নির্মল বাতাস আমরা বৃক্ষ
থেকেই পাই। তাই জাতীয় বৃক্ষরোপন
অভিযান ২০১৪ এর এবারের প্রতিপাদ্য
'অধিক বৃক্ষ অধিক সমৃদ্ধ'। আমি প্রত্যেক
নাগরিককে অন্তত তিনটি গাছ
লাগানোর জন্য বলবো। একটি ফলজ,
একটি বনজ এবং একটি ভেষজ এই
তিনটি চারা সংগ্রহ করে তা রোপন
করতে বলবো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন