বিনোদন প্রতিকেদক: ভারতের জনপ্রিয়
অভিনেত্রী রাইমা সেন এখন বাংলদেশে।
৪ জুন বুধবার রাতে তিনি ঢাকা এসে পৌঁছান। সংশ্লিষ্টসূত্রে জানা যায়,
লীজান হারবাল প্রোডাক্টের
একটি বিজ্ঞাপনচিত্রে কাজ
করছেন রাইমা। এরই
শুটিংয়ে ঢাকা এসেছেন তিনি।
এদিকে ৫ জুন রাজধানীর
পান্থপথে সামারাই কনভেনশন
সেন্টারে একটি সংবাদ
সম্মেলনে অংশ নিচ্ছেন রাইমা।
লীজান হারবাল
প্রোডাক্ট ভারতে বাজারজাতকরণের
জন্য এ সংবাদ সম্মেলনের আয়োজন
করা হচ্ছে।
এছাড়াও এ সফরে রাইমা তার
নানী কিংবদন্তী অভিনেত্রী সুচিত্রা সেনের
জন্মস্থান পাবনাতেও ঘুরে আসার
কথা রয়েছে।
সম্প্রতি বাংলাদেশের মুক্তিযুদ্ধ
নিয়ে বলিউডে নির্মিত
'চিলড্রেন অব ওয়ার'
ছবিতে বীরাঙ্গনা চরিত্রে অভিনয়
করেছেন রাইমা সেন।
বৃহস্পতিবার, ৫ জুন, ২০১৪
ভারতের অভিনেত্রী রাইমা এখন বাংলদেশে
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন